নিজের সম্পর্কে
আলাউল হোসেন : জন্ম ৩ জুলাই ১৯৮০ খ্রিষ্টাব্দে; পাবনার কাশিনাথপুরে। বাংলা ভাষা ও সাহিত্যে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। সরকারি কর্মকর্তা পিতা মরহুম আবুল হোসেন ছিলেন একজন সুসাহিত্যিক ও আবৃত্তিকার। তাঁর কাছেই লেখালেখির হাতেখড়ি ১৯৯৫ সালে; ‘জননী’ নামে একটি সাহিত্যপত্র সম্পাদনার মধ্য দিয়ে। পরবর্তীতে কাশিনাথপুর শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজের বাংলা বিভাগের শিক্ষক কবি ও নাট্যকার প্রয়াত হাবিবুর রহমান টিপু’র সান্নিধ্যে লেখালেখিতে পুরোপুরি মনোনিবেশ। ১৯৯৭ সালে হাবিবুর রহমান টিপুর নেতৃত্বে কাশিনাথপুরে প্রতিষ্ঠা করেন ‘প্রয়াস সাংস্কৃতিক গোষ্ঠী’ ও ‘প্রয়াস সাধারণ পাঠাগার’। প্রতিষ্ঠা করেন ‘কাশিনাথপুর সাহিত্য চক্র’ ও ‘কাশিনাথপুর কবিতা ক্লাব’ নামে আরও দুটি সাংস্কৃতিক সংগঠন।
লেখালেখির বিষয় : কবিতা, গল্প, গদ্য, ছড়া ও গীতিকবিতা।
সম্পাদনা : ঋত্বিক (ছোটকাগজ), প্রয়াস (সাহিত্যপত্র), সৃজন (সাহিত্যপত্র), চাতক (ছোটদের কাগজ), কাকতাড়ুয়া (ছোটদের কাগজ), মুক্তচিন্তা (ম্যাগাজিন)।
কর্মজীবন : ২০০৩ সালে স্নাতকোত্তর সম্পন্ন করে পাবনার বেড়ায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ‘আলহেরা একাডেমি’তে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু। এছাড়াও শিক্ষকতার অভিজ্ঞতা কাশিনাথপুর আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ে ও ঢাকায় ন্যাশনাল আইডিয়াল কলেজে। ২০০৭ সালে কাশিনাথপুরে স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুল, ২০১৭ সালে কাশিনাথপুর বিজ্ঞান স্কুল প্রতিষ্ঠা করে নিজেই দায়িত্ব পালন করা হয়। প্রতিষ্ঠান দুটিতে শতাধিক উচ্চ শিক্ষিত বেকারের কর্মসংস্থান সৃষ্টি করে বর্তমানে প্রতিষ্ঠানগুলো থেকে নিজেকে গুটিয়ে নিয়ে নিজের চাকরী ও লেখালেখিতে ব্যস্ত সময় পার করা হচ্ছে। বেড়া উপজেলার মাশুন্দিয়া ভবানীপুর খন্দকার জোবেদা বেগম ডিগ্রি কলেজে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত। পাশাপাশি সাংবাদিকতা- ঢাকা থেকে প্রকাশিত ‘দৈনিক আমাদের সময়’ পত্রিকায় স্থানীয় (বেড়া) প্রতিবেদক হিসেবে।
প্রকাশিত গ্রন্থ :
জলতৃষ্ণ জীবনের নোঙর (কাব্যগ্রন্থ),
করতলে ধূলোমেঘ (কাব্যগ্রন্থ), কলি প্রকাশনী, ঢাকা।
কবিতার আত্মহনন (কাব্যগ্রন্থ), কলি প্রকাশনী, ঢাকা।
সোনালি সিঁড়ি (সম্পাদিত কাব্যগ্রন্থ), কলি প্রকাশনী, ঢাকা।
পাবনার কবি ও কবিতা (সম্পাদিত কাব্যগ্রন্থ), কলি প্রকাশনী, ঢাকা।
অল্পগল্পটল্প (সম্পাদিত গল্পগ্রন্থ), কলি প্রকাশনী, ঢাকা।
বিদ্যাকল্পদ্রুম (বাংলা ভাষা ও সাহিত্য), কলি প্রকাশনী, ঢাকা।
ব্যাকরণের পাঠশালা (শিশু-কিশোর পাঠ্যবই), কলি প্রকাশনী, ঢাকা।
The science of living (Mercy to Mankind), Amazon.
Islam (Mercy to Mankind), Amazon.
Suicidal Poem, Amazon.
Dark Psychology, Amazon.
The Power: Philosophical insights, Amazon.
Fairy Tales: Mysteries and Magic, Amazon.
Love Across the Ages, Amazon.
A Detective’s Pursuit of Truth, Amazon.
The Colors of Unity, Amazon.
The Stories of Mystery, Amazon.
The Power of Thought, Amazon.
নিজের লেখা প্রায় অর্ধশত গানের সুরারোপ, রেকর্ডিং ও মিউজিক ভিডিও নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বি, সাজু আহমেদ, প্রদীপ দাস, পূজন দাস, বিপ্লব দত্ত, সুনীল সূত্রধর, চম্পা বনিকসহ প্রায় ১৫ জন কণ্ঠশিল্পীর কণ্ঠে রেকর্ডসহ মিউজিক ভিডিও বিভিন্ন ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে।