আয়ুর্বেদে সাত প্রকার হরিতকীর উল্লেখ আছে, যথা- বিজয়া, রোহিনী, পূতনা, অমৃতা, অভয়া, জীবন্ত্রী ও চেতকী।
যে তরিতকী দেখতে গোলাকার, শক্ত, স্নিগ্ধ, নূতন, ভারী এবং জলে যা ডুবে যায়, অর্থাৎ জলে নিক্ষেপ করলে যা ভাসে না, সেই হরিতকীই ঔষধার্থে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। যেমন- সকল প্রকার হরিতকীর মধ্যে বিজয়া শ্রেষ্ঠ। এটি সুলত এবং সুখসেব্য ও সর্বরোগনাশক। উষ্ণবীর্য, মধুর-বিপাক, লঘু, রুক্ষ অগ্নিবর্ধক, মলাদির অধঃপ্রবর্তক, আয়ুবর্ধক, মুখের জড়তানাশ রসায়ন, চক্ষুর হিতকারক, ত্রিদোষনাশক এবং শ্বাস, কাস, অর্শঃ, ক্রিমি, মলবদ্ধতা, গুল্ম, আঘ্রান, আনাহ, যকৃত, হৃদরোগ, গ্রহণী, বমন, তৃষ্ণা, বিষমজুর, কামলা, মূত্রকৃচ্ছ, মূত্রাঘাত প্রভৃতি প্রায় সকল রোগেই উপশমকারক বিজয়া। -সূত্র: আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র

আপনি এই সাইটের কন্টেন্ট কপি করতে পারবেন না