বায়ু, পিত্ত ও কফ যখন শরীরে স্বাভাবিকভাবে অবস্থান করে তখন উহারা দেহের যাবতীয় কার্য সুষ্ঠুভাবে সম্পাদন করে। আর এগুলো যখন অস্বাভাবিক অবস্থা ধারণ করে বা বিকৃতি প্রাপ্ত হয়, তখন দেহে ও মনে নানা রকম অসুবিধা বা কষ্ট দেখা দেয়। এ অসুবিধা বা কষ্ট ভোগের নাম রোগ বা ব্যাধি। রোগ ৩ ধরণের।
যথা: ১। নিজ রোগ বা দোষজ ব্যাধি, ২। আগম্ভক ব্যাধি, ৩। মানস রোগ বা মানসিক ব্যাধি।
নিজ রোগ বা দোষজ ব্যাধি: বিবিধ প্রকার আহার বা পানীয় দোষে শরীরের বায়ু, পিত্ত ও কফের বিকার হেতু যে সমস্ত রোগ উৎপন্ন হয়, এগুলোকে নিজ রোগ বা দোষজ ব্যাধি বলে। যেমন : অসময়ে ভোজন, অধিক ভোজন, বিরুদ্ধ ভোজন, উপবাস, বায়ু, মল, মূত্র, বমি, হাচি ইত্যাদির বেগ ধারণ জনিত বায়ু, পিত্ত ও কফ বিকৃতি প্রাপ্ত হলে যে সকল রোগ হয়।
আগন্তক ব্যাধি: শরীরে আঘাত বা ব্যথা হতে যে সকল রোগ হয় অর্থাৎ নখাঘাত, দন্তাঘাত, উচ্চস্থান হতে পতন, অগ্নিদাহ, দুর্ঘটনা কবলিত, জীবাণু জনিত, বিষ জনিত প্রভৃতি হতে যে সকল রোগ জন্মে, এগুলোকে আগন্তুক ব্যাধি বলে। প্রথমে ঐ সমস্ত কারণে রোগ উৎপন্ন হয়ে পরে বায়ু, পিত্ত ও কফের বৈষম্য সাধিত হয়।
মানস রোগ বা মানসিক ব্যাধি: বায়ু, পিত্ত ও কফের বিকৃতিতে শারীরিক রোগসমূহ হয়। রজঃ ও তমো গুণের বিকারের দ্বারা মনে যে সমস্ত বিকার জন্মে এগুলোকে মানস বা মানসিক ব্যাধি বলে।
উপরোক্ত ব্যাধিগুলো ছাড়া আরও এক প্রকার ব্যাধি আছে যা স্বাভাবিক ব্যাধি। প্রকৃতির নিয়মে ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, জরা প্রভৃতি হতে শরীরে যে সকল অসুবিধা দেখা দেয়, সে অসুবিধা বা কষ্ট বোধের নামই স্বাভাবিক ব্যাধি বা সাধারণ রোগ। -সূত্র: আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র
মুক্ত ভাবনায় ভাঙি মগজের কারফিউ...
