বিশ্বজিৎ মণ্ডলের কবিতা

আগামী

কিংবদন্তির পাহাড়টি নিয়ে মাঝে মাঝে উধাও হয়ে যাই
বিমর্ষ এইসব সমতল ভূমির দিকে

এত হাহাকার ,এত যুদ্ধ ,এত লাশ এখানে
ইউক্রেন, গাজা কিংবা প্যালেস্টাইনের মৃত্যুভুমি জুড়ে
জেগে আছে, মায়েদের কান্না

এ বধ্যভূমি _আমার পৃথিবী নয় …
জন্মকালে অঙ্গীকার নিয়ে মেপেছিলাম, নীলনদের দূরত্ব
আজ অক্ষরে অক্ষরে ফুটে ওঠে, মিথ্যাবাদীর গল্প

টাইগ্রিসের তীরে দাঁড়িয়ে, প্রথম কোন প্রেয়সী
যেভাবে তুলে দিয়েছিল ,অঙ্গীকারের রুমাল
আজ তাতে লেগে আছে, অহংকারের স্বভাবী আগুন

প্রতিদিন আতঙ্কিত হই, নক্ষত্র যুদ্ধের আয়োজনে
ভারতবর্ষ জুড়ে তছনছ হয়ে আছে, মানচিত্রের শরীর
পশ্চিমবঙ্গ জুড়ে জ্বলছে, প্রলুব্ধ হিংসার আগুন
বকলমে আঁকা মিথ্যার প্রতিশ্রুতি

এইবার নির্লিপ্তভাবে বলে ফেলি,
এ বধ্যভূমি__আমার দেশ নয় …

এখন জাতিসংঘের শিখরে বসে কোন এক ঈশ্বর
দুর্বিনীত অক্ষরে মেপে নিক _পৃথিবীর শেষ বয়স

আপনি এই সাইটের কন্টেন্ট কপি করতে পারবেন না