পরশুরামের কুঠার

বিশ্বজিৎ মণ্ডল

আমার একটি তীব্র কুঠারের প্রয়োজন …
এত বেশি জঞ্জাল এই সব প্রদেশে,
পাপঘ্নলতায় ঘিরে আছে
আমাদের প্রজাতি ধারণের উঠোন
ভুলমুদ্রায় ঝাঁট দিতে গিয়ে মা মুছে ফেলেছেন,
শাশ্বত সকাল

বাবার পাঁচন থেকে হারিয়ে গেছে, সেইসব সন্ত্রাস
শুভঙ্করীর পৃষ্ঠা থেকে উড়ে গেছে, গুরু মশায়ের শাসন
এখানে বড় বেশি ভেজাল, বদ হজমে ভরে উঠেছে
দুর্বল পাকস্থলী

অ্যান্টাসিডে প্রতিবেলা প্রবোধ খুঁজি নিরাময় এঁকে
একদিন সমস্ত দ্বিখন্ডিত করে চলে যাব,
মেরু প্রদেশের অন্ধকারে

পরশুরামের মত তছনছ করে দেবো,
পৃথিবীর উদ্যান
তখন কনিষ্ঠ কোন শিশু এসে পরিয়ে দেবে-
বিজয়ীর শিরস্ত্রাণ

আপনি এই সাইটের কন্টেন্ট কপি করতে পারবেন না