বিশ্বজিৎ মণ্ডলের কবিতা

অর্জন

কোনদিন বশিষ্ঠ হতে পারিনি , তবুও অরুন্ধতী সেজে
নিমগ্ন চেয়ে রইলে, উত্তর আকাশে

পায়ের নিচে জেগে রইল,কৃষ্ণচূড়ার ডাল,ময়ূরাক্ষীর ঢেউ,
হাসপাতালে বেডের নীচে ফেলে আসা, সুগন্ধি রুমাল…
উঠে দাঁড়াতে পারিনি, তোমার হাত চিঠির পৃষ্ঠায়
কেবলই জমে গেছি, কষ্ট দগ্ধ অহল্যা পাথর

আজ যখন কলেজ ঘাটের কৃষ্ণচূড়ার তলায় গিয়ে দাঁড়ালাম
শরীর থেকে খসে পড়তে লাগল, তোমার এঁকে দেওয়া
নামাবলির শব্দ
একটু একটু করে ভুলতে থাকি, মর্গের অন্ধকারে
ঘুমিয়ে পড়া আমাদের তেইশটি বছর
এইবার ওয়ারড্রবে চুরিয়ে রাখি , আমাদের অর্জন


আপনি এই সাইটের কন্টেন্ট কপি করতে পারবেন না