পাবনার কবি ও কবিতা: ক্ষেপুউল্লাহ বয়াতি

গ্রন্থ সম্পাদনা: আলাউল হোসেন

ক্ষেপুউল্লাহ বয়াতি
ক্ষেপুউল্লাহ বয়াতি রবীন্দ্রনাথের একজন বিখ্যাত লোককবি। তাঁকে চারণ কবি বলা হয়ে থাকে। তিনি ১৮৭৯ সালের ১৬ মার্চ বেড়া উপজেলা আমাইকোলা গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৪২ সালের ১২ এপ্রিল তাঁর মৃত্যু হয়। তিনি অজস্র গান লিখেছেন এবং সুর দিয়েছেন। অনেকের ধারণা তাঁর গানের সংখ্যা সহস্রাধিক। কিন্তু পরিতাপের বিষয় হলো তাঁর অধিকাংশ গান হারিয়ে গেছে কালের গর্ভে। তবে লোককবি ও বাউলদের কণ্ঠে আজও তাঁর গান গীত হয়।

ক্ষেপুউল্লাহ বয়াতির গীতিকবিতা

ও-মহাত্মা বলে দেও ভাই তোমার তুল্য বন্ধু কেহ নাই
ও-এ বিদেশে পরবাসে ছিলাম এ কোথায়।
তাই চায়া দ্যাখো শমল আইলো আমাকে বাইন্ধা নিল
তোমায় ছেড়ে যাইতে হইলো
আর তো আশা নাই।

আমার ব্যালা এতই করে যাবার ব্যালায়
ফেলিয়া তোমায় মাঝপথে
এমন জন্মের মতো দেখা হইলো রে তোমার সাথে
আরে ও প্রাণসখা ফের কি হবে দেখা?
এতই কপালে লেখা ছিল মোর ভাগ্যেতে।

কত ঘেরতু মধু মাখনছানা
খাইয়াছি কত মাখনখানা
মনেতে ছিল বাসনা তোমারে ছাইড়া যাব না।
এসেছে হুজুরের চিঠি কারো তো আর সাধ্য নাই।
দেখরে শমন আইলো আমারে বাইন্ধা নিলো

তোমায় ছেড়ে যাইতে হইলো
আর তো আশা নাই।

আপনি এই সাইটের কন্টেন্ট কপি করতে পারবেন না