পাবনার কবি ও কবিতা: জ্যোতিরিন্দ্র মৈত্র

গ্রন্থ সম্পাদনা: আলাউল হোসেন

জ্যোতিরিন্দ্র মৈত্র
জ্যোতিরিন্দ্র মৈত্র ১৯১১ সালে পাবনায় জন্মগ্রহণ করেন। তিনি একজন প্রখ্যাত কবি ও গায়ক। তাঁর স্বদেশভাবনা, দেশ-মাটি-মানুষের প্রতি কমিটমেন্ট আমাদের গভীরভাবে স্পর্শ করে, মনকে নাড়া দেয়। তিনি অনেক উদ্দীপনামূলক দেশপ্রেমের গান লিখে বিখ্যাত হয়ে আছেন। সংগীতের শিক্ষক হিসেবেও তিনি খ্যাতিমান। তিনি একাধারে অনেক কাজ করে গেছেন। প্রবাদ-প্রতিম ঋত্বিক ঘটক এর ছবি ‘মেঘে ঢাকা তারা’র তিনিই ছিলেন সংগীত পরিচালক। তাঁর বিখ্যাত প্রবন্ধ ও কবিতাগুলির মধ্যে বটুকদা ও ঘাসফুল বেশি পরিচিত। তিনি ১৯৭৭ সালের ২৬ অক্টোবর মৃত্যুবরণ করেন।

জ্যোতিরিন্দ্র মৈত্রের কবিতা
ঘাসফুল

আমরা ঘাসের ছোট ছোট ফুল হাওয়াতে দোলাই মাথা
তুলো না মোদের দোলো না পায়ে ছিঁড়ো না নরম পাতা।

শুধু দেখো আর খুশি হও মনে সূর্যের সাথে হাসির কিরণে
কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নাড়ি মাথা।

ধরার বুকের স্নেহ-কণাগুলো ঘাস হয়ে ফুটে ওঠে
মোরা তারই লাল নীল সাদা হাসি রূপকথা নীল আকাশের বাঁশি
শুনি আর দুলি শান্ত বাতাসে যখন তারারা ফোটে।

যে পথেই যাও

অনেক উজ্জীবন-পথের শেষে কালসীমা পেরোবার আগে
হঠাৎ নিñিদ্র অন্ধকার আসে, অনিবার্য রাত্রির
নিষেধ কালো পাথরের ভাস্কর্যের প্রমিতি প্রাচীর।
উপনিশদের সেই একাকিত্বের ভয়…
অসঙ্গ গভীর!
এর কোনো শেষ নেই, অথচ সে শেষ হয়
খ-কাল সীমান্তের পারে।
এই সব অতলস্পর্শী অনুভব, ক্ষয়ে ক্ষয়ে সহজ কথার
তীরে এসে পড়ে উৎসবের মতো,
একান্ত আনন্দ-শিশু-কোলাহল নিয়ে।
এখন সে মেঘচেরা রৌদ্রের জানালা দিয়ে
সোনালি মাছির মতো উদ্গ্রীব ছোটে…
ছোট্ট ছবির গ্রাম রৌদ্রের সৌরভ মাখে
মৃত্যুহীন অন্তহীন সৃষ্টির যৌবনে…
অভিশাপ আশীর্বাদ মৃত্যু রোগ জীবনের
অমেয় আঁধারে যযাতি এ কাল।

আপনি এই সাইটের কন্টেন্ট কপি করতে পারবেন না