পাবনার কবি ও কবিতা: কাজী আফসার উদ্দিন আহমদ

বিশিষ্ট কথাশিল্পী আফসার উদ্দিন আহমদ ১৯২১ সালের ২৪ সেপ্টেম্বর পারনা জেলার চাটমোহর উপজেলায় জন্মগ্রহণ করেন। পিতা কাজী আফাজ উদ্দিন পুলিশ বিভাগে চাকরি করতেন। মাতা রহিমুন নেসা ছিলেন গৃহিণী। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় এবং ভাইদের মধ্যে জ্যেষ্ঠ। কাজী আফসার উদ্দিন ১৯৪৭ সালের ৪ সেপ্টেম্বর পূর্ব পাকিস্তানের প্রথম দৈনিক পত্রিকা ‘জিন্দেগী’ প্রকাশ করেন। তিনি পাস সমাচার পত্রিকার সম্পাদক ও মাসিক মোহাম্মদী, সওগাত, শিশু সওগাত, দেশের কথা, সাপ্তাহিক মোহাম্মদী, মাসিক গুলিস্তা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং দৈনিক ইনসাফের কার্যকরী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বিভিন্ন সময়ে মৃত্তিকা, স্বদেশ ইত্যাদি সাহিত্য বার্ষিকী সম্পাদনা করেন। কবিতা, উপন্যাস, গল্প-প্রবন্ধ, শিশুসাহিত্য ইত্যাদি মিলিয়ে প্রায় ৫০-৬০টি গ্রন্থ তিনি রচনা করেন। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ: অমর যৌবন, কবীর লস্কর, চরভাঙ্গা চর, নীড় ভাঙ্গা ঝড়, নোনা পানির ঢেউ, বাতাসী, সুরের আগুন, কাল নাগিনী, জ্বালাও আলো, যুদ্ধের ভয়ংকর গল্প প্রভৃতি। কাজী আফসার উদ্দিন আহমদ ১৯৬৬ সালে বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন। ১৯৭৫ সালের ২৭ মার্চ তিনি মৃত্যুবরণ করেন।

কাজী আফসার উদ্দিন আহমদের কবিতা
প্রতিক্ষা

শুক্লা দ্বাদশী চাঁদ নিস্তব্ধ প্রকৃতিতে
মধুচন্দ্রীয়মার রাতে বিরহীনি
রবিদের কাননে সহ¯্র বাগান বিলাস
কেমন ফ্যাকাশে রঙের ধোঁয়ায় বিকৃত।
নিশীথ সমীরণের মৃদু চঞ্চলতা
অব্যক্ত বেদনায় অস্থির।
আখিপাতে কাতরতা
আর বদলা নেবার
নিদারুণ নেশা
তুমি কেন বোঝ না
ঐ দূরে তাকিয়ে দেখ-
উঁচু তালগাছটা বুজো
নেকড়ের স্পর্ধিত হুঙ্কারে চির নিশ্চুপ।

আপনি এই সাইটের কন্টেন্ট কপি করতে পারবেন না