পাবনার কবি ও কবিতা: মুজিবর রহমান বিশ্বাস

চারণকবি ও সাহিত্যিক মুজিবর রহমান ১৯২৫ সালের ৫ মে পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকু-া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা ময়েজ উদ্দিন বিশ্বাস প্রাথমিক শিক্ষক এবং স্বদেশী আন্দোলন ও আসাম-বঙ্গ প্রজা আন্দোলনের একজন প্রথমসারির সক্রিয় কর্মী ছিলেন। লক্ষ্মীকু-া প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা গ্রহণ করে মুজিবর রহমান ভর্তি হন দাশুড়িয়া ইংলিশ স্কুলে। দাশুড়িয়া ইংলিশ স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত অধ্যয়ন করে পাকশীর চন্দ্রপ্রভা বিদ্যাপীঠে নবম শ্রেণিতে ভর্তি হন এবং ১৯৪৫ সালে তিনি ম্যাট্রিক পাস করেন। ১৯৪৭ সালে পাবনা এডওয়ার্ড কলেজ থেকে আইএ পাস করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৯ সালে অনিয়মিত ও বহিরাগত ছাত্র হিসেবে দ্বিতীয় শ্রেণিতে বিএ এবং ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন। মুজিবর রহমানের কর্মজীবন শুরু হয় রেলওয়ে বিভাগের অধীন পাকশী হার্ডিঞ্জ ব্রিজের ওয়ার্কমিস্ত্রি হিসেবে। এক বছরের মধ্যে করণিক পদে উন্নীত হলেও রেলওয়ের চাকরি তাঁর ভালো লাগেনি। এরপর তিনি শিক্ষকতা পেশাকে বেছে নিয়ে ঈশ্বরদীর রূপপুর জুনিয়র হাই স্কুলের সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন। শিক্ষকতা জীবনে তিনি দাশুড়িয়া এমএস উচ্চ বিদ্যালয়, নাটোর জেলার কামালপুর উচ্চ বিদ্যালয়, কুষ্টিয়া জেলার নয়াদহ উচ্চ বিদ্যালয় ও ষোলদাগ উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জের জামতৈল ধোপাসান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দায়িত্ব পালন করেন। চারণ কবি ও সাহিত্যিক মুজিবর রহমান বিশ্বাস ৬৪ বছর বয়সে ১৯৮৬ সালের ১ জুলাই মৃত্যুবরণ করেন।

মুজিবর রহমান বিশ্বাসের কবিতা
স্বপ্ন

রাতের নির্জনে স্বপ্ন উড়ে যায় বিস্ময়ে;
স্নিগ্ধ চাঁদের আলোয় স্নান
সূক্ষ্ম সুতো দিয়ে বোনা স্বপ্ন
স্বপ্নে আমি তারার ঝিলমিল মঞ্চে মাতি
যেখানে সময় স্থির থাকে
পাহাড় ইচ্ছের কাছে মাথা নত করে
ঐশ্বরিক ল্যান্ডস্কেপ আমাদের গাইড করে
আমরা পার্থিব শৃঙ্খল থেকে মুক্ত হই উড়ে যাই
আমাদের আত্মায় লুকানো
ভূখণ্ডের গভীরতা অন্বেষণ করি।
কিন্তু ভোর হতেই স্বপ্নভঙ্গ; জাদু ম্লান হয়ে যায়
ক্ষণস্থায়ী স্মৃতিচিহ্ন পিছনে রেখে যাই
একটি ক্ষীণ আলো স্বপ্নের মধ্যে
আমরা সান্ত্বনা খুঁজে নিতে চাই
আশার চিরন্তন স্রোত।

আপনি এই সাইটের কন্টেন্ট কপি করতে পারবেন না