অটল খাঁ ১৯৩০ খ্রিষ্টাব্দে পাবনা সদরের ছাতিয়ানী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর আসল নাম মোয়াজ্জেম হোসেন। সাহিত্যের একাধিক শাখায় বিচরণ ছিল তাঁর। ১৯৪৮ সালে দৈনিক আজাদ পত্রিকায় মুকুলের মাহফিলে প্রথম লেখা প্রকাশিত হয়। তাঁর কবিতায় প্রেমের শাশ্বত রূপ এসে ধরা দেয় চমৎকার শৈল্পিকভাবে; যা আমাদের কাব্যমোদী হৃদয়কে আন্দোলিত করে, আশান্বিত করে। তিনি ২০০৩ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন।
অটল খাঁর কবিতা
চিল
নীরব নিস্তব্ধ দুপুর
খরতাপে ধরণী মুছিতা
হঠাৎ দেখলাম
সূর্য দগ্ধ নীলাকাশ মাঝে
ঘুরপাক খাচ্ছে বায়ু ভরে একচিল
একমুঠো স্বর্ণ-রবি-রশ্মি
চুম্বন করিছে ডানা তার
আহা!
কী বাহার! কী নয়নাভিরাম!
কীবা চমৎকার!
হানাদার
বেঙি বসে কানছে ঘ্যাঙর ঘ্যাঙ
বেঙা শুধায় কে মেরেছে ল্যাঙ?
মটকাবো ঘাড় আমি তাকে ধরে
বেঙি বলে ওরে বেঙা ওরে
হানাদাররা ধরে নেবে তোরে।
বেঙা বলে নয়তা সহজ কাজ
লম্ফ দিয়ে পড়ব জলের মাঝ।
হেনকালে হানাদাররা এসে
বেঙা বেঙির ধরল টুঁটি কষে।