পাবনার কবি ও কবিতা: বেগম হোসনেআরা চৌধুরী

১৯৩৫ সালের ১ মার্চ বৃহত্তর পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি একজন স্বভাব কবি। কবিতা লেখেন নেশায়, সমাজের অনাচার, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন কবির কোমল প্রাণকে জাগ্রত করেছে। পেশাগত জীবনে কৃষ্ণপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, পাবনার প্রধান শিক্ষিকা ছিলেন। তাই কলম দিয়ে সমাজ পরিবর্তনের যুদ্ধে তিনি জেহাদ ঘোষণা করেছেন। জীবনের দীর্ঘ সময় তিনি জনকল্যাণমূলক ও সমাজ উন্নয়নমূলক বহু প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। দেশের ১৮টি প্রতিষ্ঠান ও সংস্থা থেকে এবং আমেরিকা ও সুদূর সুইজারল্যান্ড থেকেও সাহিত্য পুরস্কারে ও ওইঈ থেকে ‘ওম্যান অব দ্যা ইয়ার’ ৯৯ এ ভূষিত হয়েছেন এবং স্বর্ণপদকসহ ১৮টি বিভিন্ন পদক ও সম্মাননা পেয়েছেন। গ্রন্থ প্রকাশনা ৭টি, ২২টি যৌথগ্রন্থেও তাঁর লেখা রয়েছে।

বেগম হোসনেআরা চৌধুরীর কবিতা
আর কত দিন

আর কত দিন মালেক
আর কত দিন
থাকতে হবে এই ভূবনে
হয়ে বিলীন।
এই ভূবনের কোন কিছু
আমার ভালো লাগে না
এই ভূবনের হাসি গানে
আমার মন বসে না।

চলে যেতে হবেই একদিন
ভুলতে পারি না
চলে যাবার সময় কখন
তাও তো জানি না।
কেমন করে গুছিয়ে নেবো
বুঝতে পারি না
হঠাৎ করে যেতে হলে
গোছানো যাবে না।
এলোমেলো থাকবে পড়ে
সকল সামানা
চলে যাবো সবই ফেলে
আমায় দোষ দিও না।

আপনি এই সাইটের কন্টেন্ট কপি করতে পারবেন না