পাবনার কবি ও কবিতা: আব্দুস সাত্তার

আব্দুস সাত্তার ১৯৩৬ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি পাবনা জেলার সুজানগর উপজেলার আহাম্মদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নের সময় থেকে কবিতা লিখছেন। বাংলার নিসর্গের বাস্তবঘন বর্ণনা তাঁর কাব্যে উদ্ভাসিত। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘অগ্নিশিখা’ প্রকাশের পর কবিতা পরিষদ তাঁকে ‘কবিরতœ’ উপাধিতে ভূষিত করে। পেশাগত জীবনে তিনি ছিলেন একজন শিক্ষা অফিসার। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলা ভাষা ও সাহিত্যে মাস্টার্স ১ম প্রথম পর্বে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। আর্থিক দৈন্যতার কারণে শেষ পর্ব শেষ করতে পারেননি।

আব্দুস সাত্তারের কবিতা
বঞ্চনা

তুমি তো জানতে আমি সলিমুদ্দি, কলিমুদ্দির একজন
আশা নিয়ে দেখা দিলে না কেন? বুুঝি না!
মনে করতে পারো তোমার ভুল হয়েছিল
তাই এমনটি করা ছাড়া উপায় ছিল না?
হয়তো বা প্রতিযোগিতায় হেরে গিয়ে
আমার উপর অভিমান করে
তোমার স্বাভাবিক জ্ঞান লোপ পেয়েছিল;
কিংবা প্রতিশোধ নিতে আমাকে জব্দ করতে চাও…
বেশ তো জব্দ করতে চাও, কর
তুমি ভণিতা করে ডাকলেও আমি যাবো
সত্যিকারে আমাকে ডাকলেও পাবে;
আমি যে সলিমুদ্দি, কলিমুদ্দির একজন
আমার কি রাগ বা ঘৃণা থাকতে পারে!

ভালোবাসা

বাংলাদেশ থেকে এসেছি সুদূর আমেরিকায়
চোখভরা নেশা আর অন্তরভরা আশায়; কিন্তু হায়!
আমার জন্য যে কেউ নেই কাঁদবার!
একজন আছে বটে; কিন্তু সে তো মা নয়; মায়ের মতো ভাবী!
ভাবী কেঁদো না, তুমি তো সব জানো না
তোমারই কাটা খালে কুমির এসেছে
হৃদয় আমার কুঁড়ে কুঁড়ে খাচ্ছে-
রক্ত-মাংস-হাড়! কিন্তু সে কুমির যতই নিষ্ঠুর হোক
তাকে আদর-যতœ-ভালোবাসা দিয়ে যাবো সারটিজীবন ভর
হ্যাঁ, তুমি দেখে নিও হবে না নড়চড়।

আপনি এই সাইটের কন্টেন্ট কপি করতে পারবেন না