পাবনার কবি ও কবিতা: আবু হেনা মোস্তফা কামাল

আবু হেনা মোস্তফা কামাল ১৯৩৬ সালের ৩ ডিসেম্বর পাবনার গোবিন্দা মহল্লায় জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে বি.এ. অনার্স ও এম.এ. পরীক্ষায় ১ম শ্রেণিতে ১ম স্থান অধিকার করেন এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পি.এইচ.ডি ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা পেশায় নিয়োজিত হন। শেষ জীবনে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং বাংলা একাডেমীর মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। “আপন যৌবন বৈরী”, “যেহেতু জন্মান্ধ”, “শিল্পীর রূপান্তর’’ তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ। তিনি ১৯৮৯ সালের ২৩ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তিনি তাঁর কর্মের স্বীকৃতিস্বরূপ একুশে পদক, কবি আলাওল পুরস্কার, আব্দুল করিম সাহিত্য বিশারদ স্বর্ণপদকসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন।

আবু হেনা মোস্তফা কামালের গীতিকবিতা
তুমি যে আমার কবিতা

তুমি যে আমার কবিতা
আমারও বাঁশীর রাগিনী
আমারও স্বপন আধ-জাগরণ
চিরদিন তোমারে চিনি ॥

আমি কে তোমার যদি জানতে
তবে কি আমায় কাছে টানতে
হয়ত সুদূরে যেতে গো সরে
না না নয়নেরও নীলে তুমি যে ছিলে
ওগো মোর পল্লবিনী ॥

তুমি এলে তাই স্বপ্ন এলো
ইন্দ্রধণুর লগ্ন এলো
এ মধুর প্রহর হোক না অমর ॥

যদি এ লগন আঁধারে ঢাকে
যদি নেভে দিন পথেরও বাঁকে
তুমি যে আমার বলবো আবার
চিরদিন তোমারে চিনি ॥

আপনি এই সাইটের কন্টেন্ট কপি করতে পারবেন না