বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মুহম্মদ ইদ্রিস আলী পাবনা জেলার আটঘরিয়া উপজেলার কালামনগর গ্রামে ১৯৩৮ সালের ১৬ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। ইদ্রিস আলী ঈশ্বরদীর সাঁড়ামাড়োয়ারী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৫৪ সালে প্রবেশিকা এবং পাবনা এডওয়ার্ড কলেজ থেকে ১৯৫৬ সালে উচ্চ মাধ্যমিক ও ১৯৫৮ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৬০ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর এবং ১৯৮৩ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ড. ইদ্রিস আলী ১৯৬১ সালে নড়াইল কলেজে বাংলার প্রভাষক পদে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। স্বাধীনতাযুদ্ধের সময় তিনি ঢাকার জগন্নাথ কলেজে সহকারী অধ্যাপক ছিলেন এবং যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের সক্রিয় সহযোগিতা করেন। ১৯৮৪ সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়য়ে যোগ দেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ২০০৩ সালে প্রফেসর হিসেবে তিনি অবসর নেন। প্রফেসর মুহম্মদ ইদ্রিস আলীর প্রকাশিত গ্রন্থ: বাংলাদেশের উপন্যাস সাহিত্যে মধ্যবিত্ত শ্রেণি, আমাদের উপন্যাসে বিষয়-চেতনা, বিভাগোত্তরকাল, বাংলাদেশের সংস্কৃতি ও অন্যান্য প্রসঙ্গ, জীবনী: জসীম উদ্দীন, শহীদ সাবের, নির্বোধ পূর্বপুরুষদের উদ্দেশে প্রভৃতি। ইদ্রিস আলী ২০০৭ সালে মৃত্যুবরণ করেন।
মুহম্মদ ইদ্রিস আলীর কবিতা
আলোর সন্ধানে
দূরে দূরে ঘুরে ঘুরে ক্লান্ত আমি
অবশেষে আসি ফিরে
কেউ তো চায় না
ফিরেও তাকায় না
নিঃস্ব হয়েছি নীড়ে।
চলি ফিরে ফিরে বাকি কটা দিন
শান্তির নীড়, কোথায় সে সমীর!
আজও খুঁজি তাই ব্যাকুল হৃদয়ে
অজানার সুরে সুরে।
ফিরে দেখি আজ স্মৃতির মিনারে
কীভাবে কেটেছে শৈশব আমার মার স্নেহনীড়ে।
আশ্বাসবাণী শুনেছি শুধুই
বিদায়ী বাঁশির সুরে।
তবুও আমি হেঁটে চলি আজ
বুকে নিয়ে মোর বিষাদের সুর
ঘুরে ঘুরে ফিরে ফিরে।