পাবনার কবি ও কবিতা: ওমর আলী

ওমর আলী পাবনা জেলার চর শিবরামপুর গ্রামে ১৯৩৯ সালের ২০ অক্টোবর জন্মগ্রহণ করেন। তিনি বাংলা ও ইংরেজি সাহিত্যে মাস্টার্স পাস করার পর প্রথমে সংবাদপত্র অফিসে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৭৮ সালে বগুড়ার নন্দীগ্রাম কলেজে শিক্ষকতা দিয়ে শুরু হয় অধ্যাপনা পেশা। সর্বশেষ তিনি সরকারি বুলবুল কলেজে অধ্যাপনা করেন এবং ১৯৯৯ সালে সহকারী অধ্যাপক পদ থেকে অবসরগ্রহণ করেন। “এদেশে শ্যামল রঙরমণীর সুনাম শুনেছি”, “অরণ্য একটি লোক”, “আত্মার দিকে”, “নরকে বা স্বর্গে”, “প্রস্তুর যুগ তাম্র যুগ”, “যে তুমি আড়ালে”, “প্রসারিত করতল” ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। সাহিত্য সাধনার স্বীকৃতিস্বরূপ ওমর আলী বাংলা একাডেমী পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার লাভ করেন। তিনি ২০১৫ সালের ৩ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।

ওমর আলীর কবিতা
এদেশে শ্যামল রঙরমনীর সুনাম শুনেছি

এদেশে শ্যামল রঙরমনীর সুনাম শুনেছি,
আইভি লতার মতো সে নাকি সরল, হাসিমাখা;
সে নাকি স্নানের পরে ভিজে চুল শুকায় রোদ্দুরে,
রূপ তার এদেশের মাটি দিয়ে যেন পটে আঁকা।

সে শুধু অবাক হয়ে চেয়ে থাকে হরিণীর মতো
মায়াবী উচ্ছল দুটি চোখে, তার সমস্ত শরীরে
এদেশেরই কোনো এক নদীর জোয়ার বাঁধভাঙা;
হালকা লতার মতো শাড়ি তার দেহ থাকে ঘিরে।

সে চায় ভালোবাসার উপহার সন্তানের মুখ,
এক হাতে আঁতুরে শিশু, অন্য হাতে রান্নার উনুন,
সে তার সংসার খুবই মনে প্রাণে পছন্দ করেছে;
ঘরের লোকের মন্দ আশংকায় সে বড় করুণ।

সাজানো গোছানো আর সারল্যের ছবি রাশি রাশি
ফোটে তার যতেœ গড়া সংসারের আনাচে-কানাচে,
এদেশে শ্যামল রঙরমনীর এ ব্যাপারে খ্যাতি;
কর্মঠ পুরুষ সেই সংসারের চতুষ্পর্শে আছে।

আপনি এই সাইটের কন্টেন্ট কপি করতে পারবেন না