পাবনার কবি ও কবিতা: লুৎফর রহমান নুতু

কবি ও গল্পকার লুৎফর রহমান নুতু পাবনা জেলা সদরের গোবিন্দা মহল্লায় ইছামতি নদীর তীরে ১৯৪০ সালের ১১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি কলেজ জীবনে বহু সাহিত্য সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। তাঁর লেখা কবিতা বিভিন্ন সাহিত্য পত্রিকা ও নির্বাচিত কবিদের নিয়ে প্রকাশিত যৌথকাব্যগ্রন্থে প্রকাশ পেয়েছে। পেশাগত জীবনে তিনি বর্তমানে অবসরপ্রাপ্ত। নিরলস সাহিত্য চর্চায় জড়িত রয়েছেন। উত্তর বাঙলা সংস্কৃতি পরিষদ, কেন্দ্রীয় কার্যালয়, পাবনার সম্মানিত জীবন সদস্য। তাঁর রচিত সাহিত্য সম্ভার ১ম গ্রন্থ ‘সপ্তর্ষি’ প্রকাশ হয়েছে। পরবর্তীতে সাহিত্য সমৃদ্ধ কবিতাগুলি দিয়ে ‘নক্ষত্র’ ও ছোটগল্পগুলি দিয়ে ‘গল্পপুঞ্জ’ শিরোনামে ২টি গ্রন্থ প্রকাশ হয়ে গ্রন্থদুটি পাঠক মহলে সমাদৃত হয়েছে। তাঁর লেখাগুলি বাস্তবতায় ও জীবনঘনিষ্ঠতায় সমৃদ্ধ। প্রতিভার স্বীকৃতিস্বরূপ উত্তর বাঙলা সাহিত্য পদক’১২, নতুন আলো সাহিত্য সংঘ পদক’১৪ ও বাংলাদেশ কবিতা সংসদ সাহিত্য পদক’১৪ লাভ করেছেন।

লুৎফর রহমান নুতুর কবিতা
স্মৃতিচারণ

ও আমার প্রাণের দাদি রোমেছা খাতুন
ছোট্ট বউ সেজে দেখেছিলে মধুর স্বপন।
আজ তুমি নেই তাই তোমায় করি স্মরণ
তুমি রচেছিলে জীবন দিয়ে ফুলের কানন।
হরেক রকম রঙিন ফুল সেথায় ফুটেছে
কত মনোহর রূপ দখিনা বাতাসে দুলিছে।
তুমি নাই তোমাকে ভুলিব না প্রতিটি ক্ষণ
তোমার বিরহে হৃদয়ে জাগে শুধু ক্রন্দন।
তুমি দোয়া কর, তোমার সাজানো বাগান
যেন চির কাল ছড়ায় ফুলের সুঘ্রাণ।

বিভেদ

কোটি কোটি টাকার অট্টালিকায়
বাস কর তুমি ত্রিশ তলায়
কিন্তু হায়! পাও নাই জীবনখান
ঐ টাকার অট্টালিকার সমান।
তবু টাকার নেশায় নিত্য তুমি বিভোর
সাজিয়েছো আরও বিলাসবহুল ঘর।
মাটির মানুষ আমি মাটিরই মোর ঘর
মাটিতে হবে মোর কবর মরণের পর।
তুমি ধণী মানুষ তোমার অট্টালিকার অহংকার।
তাই তোমার নেই মাটিতে কবরের অধিকার।

আপনি এই সাইটের কন্টেন্ট কপি করতে পারবেন না