গীতিকার, সাহিত্যিক ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ফজল-এ-খোদা ১৯৪১ সালের ৯ মার্চ পাবনা জেলার বেড়া উপজেলার বনগ্রাম গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৮ সালে বেড়া বিবি হাইস্কুল থেকে প্রবেশিকা এবং ঢাকার বাংলা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। অনেক কালজয়ী গানের গীতিকার তিনি। ভাষা-শহিদের প্রতি নিবেদিত তাঁর লেখা গান “সালাম সালাম হাজার সালাম শহীদ ভাইয়ের স্মরণে” ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। “সঙ্গীতা” “ইসলামী গান”, “মন্দিরা” “বন্দেগি” “জমজম” “আড়ি” “টুনটুনি” ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ। ২০২১ সালের ৪ জুলাই মৃত্যুবরণ করেন।
ফজল-এ-খোদার গীতিকবিতা
সকল শহীদ স্মরণে
সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে
আমার হৃদয় রেখে যেতে চাই, তাদের স্মৃতির চরণে
মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আসার পথ চলাতে
হাসিমুখে যারা দিয়ে গেল প্রাণ
সেই স্মৃতি নিয়ে গেয়ে যাই গান, তাদের বিজয় মরণে ॥
ভায়ের বুকের রক্তে আজিকে, রক্ত মশাল জ্বলে দিকে দিকে
সংগ্রামী আজ মহা জনতা
কণ্ঠে তাদের নববারতা শহীদ ভাইয়ের স্মরণে ॥
বাংলাদেশের লাখো বাঙালি, জয়ের নেশায় চলে রক্ত ঢালি
আলোর দেয়ালি ঘরে ঘরে জ্বালি
ঘুচিয়ে মনের আঁধার কালি, শহীদ ভাইয়ের স্মরণে ॥
মাতৃভূমি বাংলাদেশ
যে দেশেতে শাপলা-শালুক ঝিলের জলে ভাসে
যে দেশেতে কলমি-কমল কণক হয়ে হাসে
সেই আমাদের জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ।
যে দেশেতে বজরা-পানসি উজান ভাটি চলে
যে দেশেতে মাঝি-মাল্লা নতুন কথা বলে
সেই আমাদের জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ।
যে দেশেতে নদ-নদীরা এক সাগরে মেশে
আমরা সবাই নিত্য সুখী সে দেশ ভালোবেসে
যে দেশেতে কাঁখের কলসী নদীর ঘাটে আসে
যে দেশেতে খুশির জোয়ার সকল বারো মাসে
সেই আমাদের জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ।