বিশিষ্ট শিক্ষাবিদ, কবি ও সাহিত্যিক মায়েফা খাতুন ১৯৪২ সালের ২৩ ডিসেম্বর পাবনা জেলার সুজানগর উপজেলার দাড়িয়াপুর গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। সুজানগর উপজেলার ধ্যাৎগাছি গ্রামে তাঁর পৈতৃক নিবাস। পিতা আব্দুর রহমান সরকারি চাকরি করতেন। মাতা প্রথিতযশা কবি ও ছোটগল্পকার মাজেদা খাতুন। মারেফা খাতুন দাড়িয়াপুর ফ্রি প্রাইমারি স্কুল থেকে প্রাথমিক শিক্ষাগ্রহণ করেন। তিনি ঢাকার কামরুন্নেসা গার্লস স্কুল থেকে ১৯৫৮ সালে মাধ্যমিক এবং ইডেন গার্লস কলেজ থেকে ১৯৬০ সালে উচ্চ মাধ্যমিক ও ১৯৬৫ সালে ডিগ্রি পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৫ সালে তিনি বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
১৯৬৬ সালে লালমাটিয়া মহিলা মহাবিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দিয়ে মারেফা খাতুন কর্মজীবন শুরু করেন। ১৯৭৩ সালে তিনি লালমাটিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেন। ২০০৪ সালে তিনি অবসর নেন। মায়ের অনুপ্রেরণায় মারেফা খাতুন লেখালেখির সঙ্গে যুক্ত হয়েছেন। তাঁর প্রকাশিত গ্রন্থ : কাব্যগ্রন্থ: বিপন্নবোধি, আহত গোলাপের তৃষ্ণা, নিহত গোলাপ এখানে, কবিতাচয়ন প্রভৃতি। দূর্ঘটনায় অকালে চলে যাওয়া প্রথম সন্তান সাকিল আহমেদকে ‘বিপন্নযোধি’ কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছেন। কবি সুফিয়া কামাল ‘বিপন্নবোধি’ সম্পর্কে বলেছেন, ‘আশা করব তাঁর লেখার মাধ্যমে শান্তি ও কল্যাণের পথ-সন্ধান অব্যাহত থাকবে’। কবি শামসুর রাহমান কবি সম্পর্কে বলেন, ‘মারেফা খাতুন একজন অনুভূতিশীল নিবেদিত কবিকর্মী বলেই আমার বিশ্বাস। অদূর ভবিষ্যতে প্রকৃত সিদ্ধি তাঁর নাগালে আসবে’। কবি মারেফা খাতুন বিটিভি’র বিদেশি চলচ্চিত্র প্রদর্শনীর সেন্সর বোর্ডের সদস্য ছিলেন। সুরভি সংগীত নিকেতনের সভানেত্রী, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির মহিলাবিষয়ক সম্পাদিকা ও সহ-সভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সদস্য ছিলেন তিনি। বাংলাদেশ লেখিকা সংঘ, নন্দিনী সাহিত্য ও পাঠচক্র এবং বাংলা একাডেমীর তিনি জীবন সদস্য।
মায়েফা খাতুনের কবিতা
নির্জনতা
নির্জনতাকে আলিঙ্গন করে খুঁজে পেয়েছি আমার ঘর
যেখানে নীরবতা রাজত্ব করে এবং ছায়া অবাধে বিচরণ করে।
বিচ্ছিন্ন, তবুও একা নই; দাঁড়িয়ে আছি এই বিরাণভূমির বিস্তীর্ণ মাঠে।
আমার আমিত্বকে ডুবিয়ে দেবার জন্য কোনো ব্যস্ততা নেই
কোনো কোলাহল নেই কোনো বিশৃঙ্খলা নেই
শুধু আছে শান্তিপূর্ণ ভদ্রতা।
আমি আমার আত্মার প্রতিধ্বনি নিয়ে নাচছি নির্জনতার আলিঙ্গনে
আমি এখন সম্পূর্ণ; পৃৃথিবীর নিরলস গতি থেকে বিচ্ছিন্ন
বাতাসের মৃদু দীর্ঘশ্বাসের ফিসফিসানির মাঝে
আমি আমার ডানা ছড়িয়ে উড়ে যাওয়ার শক্তি খুঁজে পাই।