পাবনার কবি ও কবিতা: শেখ মুহম্মদ মজনুর রহমান

পাবনা জেলার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের দাঁথিয়া গ্রামে ১০ অক্টোবর ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন এবং ০৯ মার্চ ২০১৩ তারিখে মৃত্যুবরণ করেন। শিক্ষা জীবন থেকেই তিনি ছিলেন সাহিত্যানুরাগী। বিভিন্ন পত্রিকা, সাময়ীকিতে নিয়মিত কবিতা, ছড়া, প্রবন্ধ, গল্প লিখেছেন। তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশন এর তালিকাভূক্ত গীতিকার ছিলেন। পেশাগত জীবনে তিনি আটঘরিয়া ডিগ্রি কলেজে অধ্যাপনা করতেন। পেশাগত ব্যস্ততার মাঝেও সাহিত্যকে লালন করেছেন হৃদয়ের একান্ত গহীনে। তাঁর রচিত কাব্যসম্ভার থেকে বাছাইকৃত কবিতা ও গান দিয়ে অমর একুশে বইমেলা ২০১৫ উপলক্ষে প্রকাশ হয়েছে ‘সমর্পণ’ কাব্যগ্রন্থ।

শেখ মুহম্মদ মজনুর রহমানের কবিতা
তৃষ্ণার্ত আমি

এ-বিশাল পৃথিবীতে আমি এক তৃষ্ণার্ত হৃদয়
ঘুরেছি অনেক পথে মিটাতে এ-প্রাণের পিপাসা,
কোথায় এ ছক্কাটা জীবনের নিশ্চিত আশ্রয়?
খুঁজেছি প্রশান্তিময় বাসা-ষোড়শীর ভালোবাসা।

খুঁজেছি অনেক পথে ‘পাখির নীড়ের মতো চোখ’
খুঁজেছি যে তারে আমি রূপসা ও ইছামতী তীরে
দেখেছি নদীর পাড়ে বিরহী চখার তীব্র শোক
কোথাও পাইনি তারে পৃথিবীর জনতার ভিড়ে।

তাই মিটলো না তৃষা, -তবু সূর্যপ্রাণ খুঁজে মরে
নক্ষত্রের মতো এক মুকারীর অক্ষত হৃদয়,
যার লাগি’ প্রেম সুধা জমিয়েছি প্রাণপাত্র ভরে
সে কোথায়?-এ জীবনে হতাশা ও ক্লান্তিই সঞ্চয়।

কোথায় সে অনাহতা কুমারীর মধু ভালোবাসা?
তৃষ্ণার্তই রইলাম-, মিটলো না অনন্ত পিপাসা।

আপনি এই সাইটের কন্টেন্ট কপি করতে পারবেন না