গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী (১৯৯৬-২০০১) ও সাবেক সাংসদ (১৯৭০-১৯৭৩, ১৯৭৩-১৯৭৫, ১৯৯৬-২০০১) অধ্যাপক আবু সাইয়িদ ১৯৪৫ সালের ১ নভেম্বর পাবনা জেলার বেড়া উপজেলার বৃশালিখা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বেড়া বিপিন বিহারী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬০ সালে প্রবেশিকা ও এডওয়ার্ড কলেজ থেকে ১৯৬২ সালে ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে ১৯৬৫ সালে সম্মানসহ স্নাতক ও ১৯৬৬ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন। ১৯৬৫-৬৬ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি নির্বাচিত হন। ঐতিহাসিক ৬ দফা আন্দোলনে অংশগ্রহণ করে কারাবরণ করেন এবং ৭টি মিথ্যা রাজনৈতিক মামলার আসামি হন। ১৯৬৯ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপনার চাকরি ছেড়ে দিয়ে বঙ্গবন্ধুর আহ্বানে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়েন। ১৯৭০ সালে তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন এবং দেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। অধ্যাপক সাইয়িদ স্বাধীনতাযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। ১৯৭৩ সালে তিনি পাবনা-৮ আসন (বর্তমান পাবনা-১) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৫ সালে তিনি পাবনার গভর্নর নিযুক্ত হন। ১৯৯৬ সালের ১২ জুন অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং তথ্য প্রতিমন্ত্রী নিযুক্ত হন। রাজনীতির পাশাপাশি তিনি লেখালেখিতে যুক্ত রয়েছেন। তিনি লেখক ও গবেষক হিসেবেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হত্যাকা- নিয়ে লেখা ‘ফ্যাক্টস এন্ড ডকুমেন্ট’ তাঁর বিখ্যাত গ্রন্থ। এছাড়া ‘বাংলাদেশের স্বাধীনতা : যুদ্ধের আড়ালে যুদ্ধ’, ‘বাংলাদেশের গেরিলা যুদ্ধ’, ‘মেঘের আড়ালে সৃর্য’ ও ‘বঙ্গবন্ধুর গ্রাম সমবায়’ ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ।
আবু সাইয়িদের গীতিকবিতা
শ্রাবণের মেঘ
সেদিন আকাশে শ্রাবণের মেঘ ছিল, ছিল না চাঁদ।
ভোরের আকাশে সূর্যের আলো ঢেকে
তোমার রক্ত মিশে গেল সমুদ্র সমতল ॥
স্বপ্ন সাধনা সোনার বাংলা কী যে ভালোবাসি
চেয়েছিলে তুমি দুঃখি মানুষের মুখে হাসি
সারাটা জীবন দিয়ে মরণের করে গেলে জয়
স্বদেশের বুক জুড়ে, আজো তাই কত যে অশ্রুজল ॥
কে বলে আজ এই বাংলায় শুধু তুমি নেই
কেবল তুমি যেদিকে তাকাই শুধু তুমি
তোমার কীর্তি শত শত অমলিন
সূর্য পতাকা প্রিয় স্বাধীনতার চির সমুজ্জল ॥