পাবনার কবি ও কবিতা: আবুল কালাম আজাদ বাবু

কবি ও গল্পকার আবুল কালাম আজাদ বাবু পাবনা জেলার সদর উপজেলাধীন চক পৈলানপুর নয়নামতি গ্রামে ১৯৪৭ সালে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন থেকেই সাহিত্যানুরাগী। মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পেশাগত জীবনে একজন সফল ব্যবসায়ী। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন পত্রিকায় এবং সাহিত্য সাময়িকীতে তাঁর বেশ কিছু কবিতা, গল্প প্রকাশ হয়েছে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের পাবনা জেলা কমিটির সহ-সভাপতি, বাংলাদেশ কবিতা সংসদ, প্রধান কার্যালয়, পাবনার সম্মানিত সদস্যসহ ধর্মীয়, ক্রীড়া ও সমাজ সেবামূলক সংগঠনের সঙ্গে জড়িত আছেন। পেশাগত ব্যস্ততার মাঝেও তিনি দেশপ্রেম ও মানবেপ্রেমের চেতনায় সাহিত্য চর্চা অব্যাহত রেখেছেন। তাঁর প্রতিটি লেখায় মা মাটি ও মানুষের প্রতি গভীর মমত্ববোধ লক্ষ্যণীয়। ২০১৪ সালের বইমেলায় তাঁর কাব্যগ্রন্থ ‘সোহাগী চাঁদ রূপালী নদী একটু ব্যথা’ ও ‘ভালোবাসার ফুল সোনালী স্মৃতি একটু ব্যথা’ প্রকাশিত হয়। প্রতিভার স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে কবিতা সংসদ সাহিত্য পদক’১৪ লাভ করেছেন।

আবুল কালাম আজাদ বাবুর কবিতা
ব্যথা

গন্ধবিহীন নামহারা
ফুল আমি
ফুটে থাকি রাস্তার ধারে
কেউকি মনে রাখে তারে
আশার স্বপ্ন শুধু
বুকের মাঝেই কেঁদে মরে
কত ফুলের কতনা রঙের বাহার
হাজারও ফুল তার বুকের
সুরভী ছড়ায়ে
জয় করে সবার অন্তর।
আমার দুটি আঁখি শুধুই
জলে ভরে।
কি অপরাধ আমার
মাঠে ঘাটে রাস্তার ধারে ফুটে থাকি
আবার রাস্তায়ই ঝরে যাই
অনাদরে।
একবারও কি তোমার
মনে পড়ে না আমারে।
হে বিধাতা সৃষ্টিতো সবই
তোমারি;
তবে কেন এই উঁচু নিচু
মান অভিমান!
কেন করলে না সুন্দর আমায়
কেন দিলে না সুরভী আমার অন্তরে?
গন্ধবিহীন নামহারা ফুল…

আপনি এই সাইটের কন্টেন্ট কপি করতে পারবেন না