১ আগস্ট ১৯৪৭ সালে ঈশ্বরদীতে তিনি জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই বই পড়ার পোকা ছিলেন নজরুল ইসলাম। ড. মুহম্মদ শহীদুল্ল¬¬াহর সরাসরি ছাত্র ছিলেন তিনি। ফলে লাইব্রেরী গড়ে তোলার প্রতি আগ্রহ জন্মে মিরপুর বাংলা কলেজে যখন তিনি লেখাপড়া করেন। এইচএসসি পাশের পরেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের কাছে ফেরী করে বই পৌঁছে দিতে থাকেন। বিনামূল্যে বই পড়িয়ে আনন্দ পেতেন। পরবর্তীতে বিয়ের সুবাদে স্বাধীনতার পরে তিনি বেড়া উপজেলার হরিদেবপুরে ‘উত্তরণ লাইব্রেরী’ নামে একটি সাধারণ পাঠাগার প্রতিষ্ঠা করে তোলেন। প্রথমে একটি ছনের ঘরে পাঠাগারের কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে নিজের কয়েক শতাংশ জায়গা বিক্রি করে আধা পাকা বিল্ডিং করে গ্রন্থাগারটি সমৃদ্ধ করেন। প্রায় ৬০ বছর ধরে মানুষকে বই পড়িয়ে আনন্দ পাচ্ছেন। নিজের সংসারের দিকে ঠিকমতো নজর না দিলেও বইয়ের দিকে তাঁর নজর থাকে সবসময়ই। তিনি কবিতা, গল্প, প্রবন্ধ লিখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। দেশের বিভিন্ন সাহিত্য পত্রিকা ও জাতীয় দৈনিকে তাঁর লেখা নিয়মিতভাবে প্রকাশ হচ্ছে।
এম. এল. নজরুল ইসলামের কবিতা
নট-নটি
খুব খারাপ নাটকের এক দৃশ্য যেন দেখি
অনেক অভিনেতা কোন নির্দেশনা নেই;
সবাই কথা বলছে এক সাথে এবং তাদের
সকল কথাই বিলুপ্ত সেই কথার স্রোতে।
তবু তাদের ভঙ্গি আছে, আছে দৃঢ় গ্রীবা,
বাঁকানো ঠোঁট চোখের ভাষা জানে
তারা কে? জানে তারা যে
কমেডির নট ও নটিÑ সে নাটকের নাম।
এমন কি এরই মধ্যে বিরতিতেও তারা
মঞ্চ রাখে মনে; পরস্পরের সঙ্গে চলে তুঙ্গ অভিনয়।
তবু গায়ক কণ্ঠ ভাজে, সাংবাদিকগণ আলাপ করে
প্রথম পাতার বিষয়; প্রকৌশলী ত্রিকোণ মাপে আর
মাথা নাড়ে, পুনশ্চ আঁকে নতুন ডায়াগ্রাম;
মনস্তাত্ত্বিক ও বিজ্ঞজনে।
অর্থনীতিবিদগণের পরিভাষায় বাহাদুরী দার্শনিকের
ভারী গলায় মৃত্যু এবং পরলোকের তত্ত্বকথা বলে
অমরত্বের স্বপ্নে দোলে আত্মমুগ্ধ কবি,
টেবিল জুড়ে পড়ে থাকে
কাপ থেকে ছলকে পড়া ধুমায়িত কফি।