পাবনা জেলায় ১৯৪৭ সালে ১৩ অক্টোবর জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই সাহিত্য-সংস্কৃতি চর্চার প্রতি গভীর অনুরাগ। নানা প্রতিকুলতার সাথে যুদ্ধ করেও সাহিত্য চর্চা অব্যাহত রেখেছেন, সাহিত্যের প্রতিটি শাখায় অবাধ বিচরণ করছেন ও বিভিন্ন জেলায় সাহিত্য সম্মেলনে যোগদান করেছেন। তাঁর প্রকাশিত গ্রন্থ- ‘স্বয়ম্বর স্পৃহা’, ‘কথা আমার’ ও ‘জীবন পথের যাত্রী’। নির্বাচিত লেখকদের নিয়ে প্রকাশিত বেশ কয়েকটি যৌথকাব্য ও গল্পগ্রন্থে তাঁর লেখা স্থান পেয়েছে। সম্পাদনা করেছেন ‘নুপুরের ধ্বণি’ সাহিত্য পত্রিকা। প্রতিভার স্বীকৃতিস্বরূপ একুশে বইমেলা পদক’০৯, স্বর্ণপদক, রৌপ্যপদকসহ ৭টি সম্মাননা পুরস্কার পেয়েছেন। বাংলাদেশ কবিতা সংসদ, প্রধান কার্যালয় ও উত্তর বাঙলা সংস্কৃতি পরিষদ, পাবনার জীবন সদস্য। পেশায় একজন হোমিও চিকিৎসক।
উত্তম কুমার রায়ের কবিতা
শেখ মুজিব স্মরণে
স্বাধীনতা বুঝি জিয়ন কাঠি, জাতির সুধা
স্বদেশী ভাষার মান
জাগ্রত সে জনতার বুকে
সচেতন অধিকারে অম্ল¬ান।
লাহোর প্রস্তাবের মাঝে ছিল
ঘুমায়ে বীজ স্বাধীনতার
অনেক নেতা এসে গেছে পরপর।
ছ’দফার মাঝে এলো
গণ মুক্তির আলো।
ঘরে ঘরে বাংলার
শোষণমুক্ত করতে
বঙ্গবন্ধু দিলেন
বজ্রভাষণ দান।
পাকিস্তানের ফিল্ড মার্শাল
শাসক আয়ুব খান
অন্যায় করে ধবংস পেয়েছে
বাঙালির কাছে বীর সেনাদল
মাথা নত করেছে।
তুলে ধরেছে বিশ্বের বুকে
বঙ্গবন্ধু বাংলায় ভাষণ দান
জাতির জনক শেখ মুজিবুর রহমান।