পাবনার জেলার গোপালপুর মহল্লায় ১৯৪৮ সালের ১০ জানুয়ারি জন্মগ্রহণ করেন। শৈশব কেটেছে পাবনায় ও রাজশাহীতে। লেখাপড়া নওগাঁ করোনেশন স্কুল, পাবনা গোপালচন্দ্র ইন্সটিটিউট, হাওড়া জেলার দেউলপুর উচ্চ বিদ্যালয় ও চব্বিশ পরগনার ইছাপুর বিভুকিংকর উচ্চ বিদ্যালয় আর নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ ও কলকাতা বিশ^বিদ্যালয়ে। শিক্ষকতা করেছেন নবাবগঞ্জ এসবি হাই স্কুলে। কবিতা লেখাই এখন তাঁর একমাত্র কাজ। রাজনীতি-দর্শন-ধর্ম তাঁর লেখার মূল উপজীব্য বিষয়। স্বদেশ ছেড়ে ভারতে স্থায়ী বসবাস করছেন। তাঁর লেখা কবিতা দেশ-বিদেশের বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত প্রকাশিত হচ্ছে।
করুণাপ্রসাদ দে’র কবিতা
বিশুদ্ধ রক্তের থাবা
রঙতুলি হাতে ইজেলের পাশে
দাঁড়িয়ে ভাবছো কেন কবি
বিষয় সব কি উড়ে যাচ্ছে?
তোমার চেনা হাসিখুশি ছবি;
বিবাদ বিসংবাদ তবু সংবাদ জেগে থাকা
হাতে হাতে ধরে ময়ূরপঙ্খী নাও-এ
সাগরে বন্দরে সারিগানে
মেতে ওঠা ছবি হাতড়ে বেড়াও?
কোথায় খুঁজবে আর? আসমুদ্রহিমাচল
রবি কবির ভারততীর্থে ভরে যাচ্ছে
সোনালী বুদ্ধুদের স্ফীতফেন সুনামি;
ভেসে যায় হাত ধরা মানুষের লাশ মানুষীর লাশ,
কেমন তীর্থ ভ্রমণ ইতিহাস ভূগোল বিজ্ঞান
না বুঝেই শিশুরা অকালে বানভাসে।
সব কিছু ভেসে যাচ্ছে, ডুবে যাচ্ছে
ডুবিয়ে দিচ্ছে দীর্ঘদিনের আসুরী ঐক্যের শান্তি
‘বিশুদ্ধ’ ভুতুড়ে রক্তের নতুন এক আর্য আগ্রাসনে।