স্বপ্ন অথবা ভাবনার মৃত্যু

আলাউল হোসেন

সারাদিন কত ভাবনা, বিচিত্র সব চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খায় তার ইয়ত্তা নেই। লাগামহীন ভাবনাগুলো ঘুরপাক খেতে খেতে কখনো চলে যায় খেলার মাঠে, কখনো বা বৃষ্টিস্নাত সকালে, কখনো ভবিষ্যতের দিনপঞ্জিতে, কখনো ফেলে আসা দূরন্ত শৈশবে। ভাবনাগুলো কখনো মজার, কখনো কষ্টের- তবুও ভাবতে ভালোই লাগে। উড়ে বেড়ানো এসব ভাবনা লিপিবদ্ধ করতেই কলম ধরি। আমি নিশ্চিত জানি, কিচ্ছু হয় না। তবুও লিখি… প্রায়ই লিখে যাই- কবিতা, গান কিংবা গদ্য।
কিন্তু ইদানীং কেন জানি, সুন্দর ভাবনাগুলোর করুণ পরিণতি আমাকে বারবার আহত করছে, কুঁড়ে কুঁড়ে খায়। ১০ মিনিট আগের ভাবনা ১০ মিনিট পরে লিপিবদ্ধ করতে গেলেই স্মরণ করতে পারি না- হারিয়ে ফেলি ফেসবুক-টাইমলাইনের বিদ্ঘুটে সব ইকুয়েশনে। আমার লেখার নিরন্ন অক্ষর খেয়ে যাচ্ছে পোকামাকড়; তখন কেবল ক্ষত-বিক্ষত রক্তক্ষরণের যন্ত্রণা উপলব্ধি করি। লখিন্দরের ভেলা ভেসে যায় অনিবার্য জীবনাভিমুখে; জীবনের রঙ বদলায়- সবুজ, নীল, স্বচ্ছ থেকে ধূসর ক্রমশ…

আপনি এই সাইটের কন্টেন্ট কপি করতে পারবেন না