পাবনার কবি ও কবিতা: শশধর রায়

গ্রন্থ সম্পাদনা: আলাউল হোসেন

শশধর রায়
শশধর রায় ঊনিশ শতকের প্রথমার্ধে পাবনায় জন্মগ্রহণ করেন। তাঁর জন্ম ও মৃত্যুর সঠিক তারিখ পাওয়া যায়নি। বস্তুত তিনি মধ্যযুগের মত পাঁচালির অনুকরণে কাব্য রচনা করেছেন। তবে স্বদেশ এবং মৃত্তিকা-লালিত আমজনতার বিস্তীর্ণ জনজীবন, জীবন সংগ্রাম, উত্থান-পতন, শোষণ-বঞ্চনার সবকিছুই তাঁর মানবিকতার বিচারবোধ থেকে ভেতরে ধারণ করেছেন এবং সৌকুমার্য দিয়ে তাঁর কাব্যে প্রকাশ করেছেন।

শশধর রায়ের কবিতা
ত্রিদিববিজয়

বিরাট বিশাল মূর্তি প্রশান্ত ভৈরব
বিস্তারি গগন-পটে, শৈলকুলপতি
বিরাজেন রাশেশ্বর। শোভিছে শিখরে
বিচিত্রমুকুট সম অনন্ত তুষার
খচিত বিবিধ বর্ণে, মণিময় যেন
রাজদ-রূপে ধরিছেন নগরাজ
মহাদ্রুমশ্রেণী করে দৃঢ় আকর্ষণে
শ্যামল, ধবল, পীত, বিবিধ ভূষণে
ভূষিত প্রস্তররাজি, গৈরিকাদি ধাতু
আচ্ছাদিছে রাজবপুঃ রাজপরিচ্ছদে
কটিবন্ধ বাঁধিয়াছে মেঘমালাদলে
পদতলে ভ্রমি গাইছেন প্রভঞ্জন
গম্ভীর মল্লারে, স্তুতিগীতি, গায় যথা
বন্দিদল নৃপতিবন্দনা। কোথাও বা
বসি, গভীর গর্জ্জনে, জীমূতেন্দ্রসহ
দীপক আলাপ নগ করিছেন বসি;
নাচিতেছে ক্ষণপ্রভা বিকট নর্তনে।
কোন দেশে, বরষি প্লাবন খরস্রোতে
বৃষ্টিরূপে সৃষ্টি যেন নাশিছে নিমেষে।
কড় কড় রবে বজ্র কোথাও গর্জিছে
উগরিয়া কালানল ভয়ঙ্কর তেজে।
কোথাও আবার, ঝরিতেছে প্রস্রবণ
কুল কুল রবে, উড়াইয়া বাষ্পরাশি
দিগন্ত ব্যাপিয়া। “ফুটিছে কমল দল
বিমল সলিলে কোন দেশে; পশি নীরে
কিন্নর কিন্নরী, মরি, কেলিছে হরষে।”

আপনি এই সাইটের কন্টেন্ট কপি করতে পারবেন না