পাবনার কবি ও কবিতা: সরদার জয়েন উদ্দীন

গ্রন্থ সম্পাদনা: আলাউল হোসেন

সরদার জয়েন উদ্দীন
সরদার জয়েন উদ্দীন পাবনা জেলার সুজানগর উপজেলার কামারহাটি গ্রামে ১৯১৮ সালে জন্মগ্রহণ করেন। ১৯৩৯ সালে খলিলপুর হাই স্কুল থেকে ম্যাট্টিকুলেশন পাশ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে লেখাপড়া বেশিদূর অগ্রসর হয়নি। সরকারি এডওয়ার্ড কলেজে ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষে অধ্যয়নকালে তিনি ব্রিটিশ সেনাবাহিনীতে যোগদান করেন। ১৯৪৭ সালে সামরিক বাহিনীর চাকরি ছেড়ে দেন। পরবর্তীতে তৎকলীন পাকিস্তান অবজারভার, দৈনিক সংবাদ ও দৈনিক ইত্তেফাক পত্রিকার বিজ্ঞাপন বিভাগে চাকুরি করেন। পাকিস্তান কো-অপারেটিভ বুক সোসাইটির শিশুকিশোর ম্যাগাজিন “সেতারা” ও “শাহিন” পত্রিকার সম্পাদক ছিলেন। ১৯৬২ সালে তিনি বাংলা একাডেমীর প্রকাশনা ও বিক্রয় শাখার সহকারী অফিসার হিসেবে চাকরিতে যোগদান করেন। পরবর্তীতে নিযুক্ত হন ন্যাশনাল বুক সেন্টারের পরিচালকের পদে। সরদার জয়েনউদ্দীন একজন খ্যাতিমান কথাসাহিত্যিক হিসেবে সর্বজন শ্রদ্ধেয়। সমকালীন সমাজের সংকট, মানবিক মূল্যবোধের অবক্ষয়, গ্রামীণ সমাজের অবহেলিত মানুষের দুঃখ-বেদনায় এবং জমিদার জোতদার ও মহাজনদের শোষণ-পীড়নের চিত্র তাঁর লেখায় নিষ্ঠার সাথে অংকিত হয়েছে। “পান্নামতি”, “নীলরং রক্ত”, “অনেক সূর্যের আশা”, “নয়ন ঢুলি” ও “উল্টো রাজার দেশ” তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ। সাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমী পুরস্কার, আদমজি পুরস্কার এবং একুশে পদক লাভ করেন। ১৯৮৬ সালের ২২ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

সরদার জয়েন উদ্দীনের ছড়া
অবাক চুরি

চোর নিয়েছে চুরি করে
এক পদ্মা পানি
কেউ কখনো এমন কথা
শোনেনি তা জানি।

কিন্তু কথা ঠিক বলেছি
এক্কেবারে সত্যি
পদ্মা এখন শুকনো নদী
মিথ্যে নয় এক রত্তি।

মরু নদী ধূ ধূ করে
বুক ভরা তার তেষ্টা
নদীর পানি চুরি গেল
হায়রে আমার দেশটা।

আপনি এই সাইটের কন্টেন্ট কপি করতে পারবেন না